‘দুই বছরে জনতার পিটুনিতে ১৪ বাঘ হত্যা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০১৮ সালে বাংলাদেশের সুন্দরবনে সর্বশেষ ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ শুমারি অনুষ্ঠিত হয়। উক্ত শুমারিতে সুন্দরবনে মোট ১১৪টি বাঘ পাওয়া যায়। জনতার পিটুনিতে ১৪টি বাঘ হত্যা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০১৫ সালে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে জরিপ করে বাঘ পাওয়া যায় ১০৬টি। বিভিন্ন কারণে গত দুই দশকে সুন্দরবনে মোট ৩৮টি বাঘ নিহত হয় (প্রাকৃতিক দুর্যোগ সিডরের আঘাতে ১টি, দুষ্কৃতকারী কর্তৃক ১০টি, জনতার পিটুনিতে ১৪টি এবং স্বাভাবিক মৃত্যু ১৩টি)।

এইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।