লক্ষ্মীপুরে পুস্তক ব্যবসায়ীদের কর্মসূচি


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০২ নভেম্বর ২০১৫

ঢাকায় জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও  শুদ্ধস্বর প্রকাশনীর আহমদুর রশিদ টুটুলসহ তিনজনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ব্যবসা-প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে।

জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আবদুল্লাহ মাহমুদ ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ পুস্তক ব্যবসায়ীদের নিয়ে পৌর শহরে এক মৌন মিছিল বের করেন। পরে তারা লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। এ সময় পুস্তক প্রকাশকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার ও মুক্তমনা লেখকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।