চট্টগ্রামে সরকারি জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রাম নগরের সাগরিকা থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাস্তার উভয় পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ছিল ভাসমান টং দোকান, ফলের দোকান, বাস কাউন্টারসহ অন্যান্য অবকাঠামো।

চসিক সূত্র জানায়, এ উচ্ছেদের ফলে বিশাল এই এলাকায় ড্রেন সংযোগ সহজতর হবে। এতে জলবদ্ধতা নিরসনসহ পিসি রোডে উন্নয়ন কাজ দৃশ্যমান হবে।

দখলমুক্ত স্থানে কেউ পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চসিক প্রশাসক। তিনি বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমি জিরো-টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছি। তাই কাউকে ছাড় দেয়া হবে না। দখলদাররা যতবড় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকুক না কেন, তারা প্রচলিত আইনকে তোয়াক্কা না করে পারবে না। তাই যারা অবৈধ দখলদারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকেও চরম শাস্তি ভোগ করতে হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।