মাগুরায় প্রাণ আপ নৌকাবাইচ বুধবার


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০২ নভেম্বর ২০১৫

মাগুরায় মধুমতি নদীতে প্রাণ আপের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে মাগুরার মহম্মদপুরে বুধবার এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাদিকুর রহমান খান।

ইতোমধ্যেই এই আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তৈরি করা হচ্ছে মধুমতির পাড়ে সুদীর্ঘ নৌকা আকৃতির মঞ্চ। মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নৌকাবাইচ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। আর এতে সহযোগিতা করছে প্রাণ আরএফএল গ্রুপ।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, অনুষ্ঠানকে ঘিরে মহম্মদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা (ডিবি) পুলিশ ও আনসার ওইদিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।