২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন


প্রকাশিত: ০৬:১৯ এএম, ০৫ নভেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এ সময়ের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন হবে ২৪ হাজার মেগাওয়াট। সরকার মিয়ানমার থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সোলার হোম সিস্টেমের সংখ্যা ৩০ লাখ অতিক্রম উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সোলার প্যানেলের দাম কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।