নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:২১ এএম, ০২ নভেম্বর ২০১৫

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এই প্রথম রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের সফরে মঙ্গলবার নেদারল্যান্ডস যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার এক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এসময় তিনি বলেন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে সর্বাগ্রে স্বীকৃতি প্রদানকারী ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম নেদারল্যান্ডস। সফরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসের রাণীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, এ সফরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত বৈঠক সংক্রান্ত একটি সমঝোতা স্মারক এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও নেদারল্যান্ডসের ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে এমওইউ সই হবে। এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলিজির সঙ্গে সহযোগিতা সংক্রান্ত পৃথক সমঝোতা স্মারক সই করবে ইউনিভার্সিটি অব নিয়েনরডি ও সেক্সিয়ন ইউনিভার্সিটি অব অ্যাপলাইড সায়েন্সেস।

২০১৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর ইউরোপে এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারি সফর। তাঁর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ২৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল এবং ১৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল সফরসঙ্গী হবে।

এদিকে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা এ মাসের মাঝামাঝি জাতিসংঘ মহাসচিবের ইনক্লোসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।