রাশিফল : ০২ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:২৬ এএম, ০২ নভেম্বর ২০১৫

মিথুন : বিশেষ কোনো ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। বিকেলের  দিকে ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপন জনের সাথে যোগাযোগ হতে পারে।

মেষ : কাজ কর্মে উত্সাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। ঠাণ্ডা ও ধূলাবালি থেকে সতর্ক থাকুন। গলায় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে।

বৃষ : কনিষ্ঠ ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজ কর্মে উৎসাহ বোধ করবেন।

কর্কট : দুপুরের পর  থেকে পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে আকৃষ্ট করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

সিংহ : ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।

কন্যা : পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সৎ সঙ্গ আনন্দদায়ক হতে পারে।

তুলা : ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিক চিন্তা চেতনায় সমৃদ্ধি আসতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক :  অসুখ অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি পেতে পারেন। বিকালের দিকে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো যাবে।

ধনু : অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিকালের দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।

মীন : মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে।

মকর : সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

কুম্ভ : পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।