কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু সোমবার
কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫ সোমবার থেকে শুরু হচ্ছে। ফিফার আর্থিক সহায়তায় ও কেএফসির পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই চ্যাম্পিয়নশিপের সার্বিক প্রস্তুতির বিষয়গুলো মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
টুর্নামেন্টে দেশের ৬টি ভেন্যুতে মোট ৪২টি জেলা মহিলা ফুটবল দল অংশ নেবে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা। প্রথম রাউন্ড হতে মোট ৭টি দল এবং গতবারের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ জেলাসহ মোট ৮টি দল চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির ডেপুটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ফুটবল কমিটির সদস্য মাহফুজা নজরুল, সাবরিনা আহমেদ সুমি, লাজুল নাহার করিম, আয়শা জামান খুকী ও নাসরিন আক্তার বেবী।
আরটি/একে/আরআইপি