দীপন হত্যায় জিয়া স্মৃতি পাঠাগারের নিন্দা ও প্রতিবাদ


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০১ নভেম্বর ২০১৫

শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ও জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় রোববার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া স্মৃতি পাঠাগার।

শনিবার দুপুরে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায়ও নিন্দা জানায় সংগঠনটি।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রুবেল স্বাক্ষরিত এক বিবৃতিতে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
 
বিবৃতির মাধ্যমে আবদুস সালাম ও মো. জহির দীপ্তি এই ধরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।