১৬ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর কাফরুল এলাকা থেকে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির পাঁচ লাখ ৮৮ হাজার ৯০০ টাকাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৪-এর একটি দল কাফরুল থানাধীন মিরপুর-১৩-এর ছয়তলা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

yaba

গ্রেফতাররা হলেন-জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৩৫) ও মাদক সম্রাজ্ঞী মোসা. রেহেনা (৩৩)।

yaba

র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতাররা শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ঠিকানা বদল করে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

জেইউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।