এখন ঘরে বসে থাকার সুযোগ নেই


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০১ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

কবি সাহিত্যিক, লেখক, প্রকাশক, ব্লগার কিংবা মুক্তমনা লেখক কারোরই আজ ঘরে বসে থাকার সুযোগ নেই। ধর্মের নামে যারা মানুষ মারছে, মুক্তমনা লেখকদের হাত যারা আটকে দিতে চাচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে হবে।

রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কবি আহমেদ স্বপন, মাহমুদ, লিটল ম্যাগাজিন মেঘ এর সম্পাদক শাহীন লতিফ, কথা সাহিত্যিক রাখাল রাহা, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। সমাবেশটি সঞ্চালনা করেন লিটল ম্যাগাজিন লোক এর সম্পাদক অনিকেত শামীম।

জেইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।