কমিটি বাতিলের দাবিতে হোসেনপুরে জুতা মিছিল


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০১ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে নবগঠিত উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে জুতা মিছিল করেছে নেতাকর্মীরা।
রোববার দুপুরে হোসেনপুর বাজারে এ জুতা মিছিল ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবগঠিত হোসেনপুর উপজেলা কমিটিতে কতিপয় নেতার পকেট কমিটি উল্লেখ করে বিএনপির এক অংশ দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অবিলম্বে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আমিন পারভেজ।

সংবাদ সম্মেলন শেষে হোসেনপুর বাজারে জুতা মিছিল বের করা হয়। এ সময় নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিনের লোকজন মিছিলে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।