ক্যাম্পাসে ইসলামি পোশাক নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড অ্যাগ্রিকালচার টেকনোলজিতে (আইইউবিএটি) ইসলামি পোশাকের উপর নিষেধাজ্ঞা জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা পারভেজসহ ৭ শিক্ষার্থীদের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী ও অ্যাডভোকেট মাহবুব মোরশেদ।
জাতীয় পত্রিকায় ৩১ অক্টোবর প্রকাশিত‘ইসলামি লেবাসের বিরুদ্ধে আইইউবিএটির ভিসির যুদ্ধ ঘোষণা’শীর্ষক প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে। রিটে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা জেলার শিক্ষা অফিসার, আইইউবিএটির উপাচার্য ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।
হাই কোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলে জানান আইনজীবী জাফর আলী।
অ্যাডভোকেট জাফর আলী জানান, রিট আবেদনে শিক্ষার্থীরা যাতে ইসলামি পোশাক (পাজামা,পাঞ্জাবি, রোরকা, হিজাব) পরে বিশ্ববিদ্যালয়ে সকল কাজে অংশগ্রহণ করতে পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া আবেদনে উক্ত প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেসকোডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর থেকে বোরকা, নেকাব, পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাগড়ী পরিহিত সমস্ত ছাত্র- ছাত্রীদের ভার্সিটিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
প্রসঙ্গত, উত্তরার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি বিশ্ববিদ্যালয়ে (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ে ইসলামিক পোশাক নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গত ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল গেটে মানববন্ধন করে।
এছাড়া গত ২৯ অক্টোবর শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মীয় পোশাকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার দাবিতে মানববন্ধন করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউবিএটি) শিক্ষার্থীরা।
এফএইচ/এসকেডি/আরআইপি