পাকিস্তানে সংঘর্ষে নিহত ১১


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০১ নভেম্বর ২০১৫

পাকিস্তানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শনিবার সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় ভোট গ্রহণের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের উপ-মহাপরিদর্শক কামরান ফজল বলেন, ভোটগ্রহণের সময় দুই দলের গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে। এ সংঘর্ষ পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য চ্যালেঞ্জ ও জাতীয় জোট গড়ে তুলতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন ক্রিকেট তারকা ইমরান খান।

একমাস আগে পাকিস্তানের আরো দুটি প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইমরান খান উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়ায় জয়ী হন। এছাড়া শরিফ ও তার জোট শরিকরা বেলুচিস্তানের পশ্চিম প্রদেশে জয়লাভ করেন। পাকিস্তানে এর আগে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল জেনারেল পারভেজ মোশাররফের অধীনে ২০০৫ সালে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।