ব্লগারদের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা


প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ নভেম্বর ২০১৫

ব্লগারদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রোববার দূতাবাসটি এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়,  এ বছরের শুরুতে ওয়াসিকুর রহমান, অনন্ত জলিল, নিলয় চক্রবর্তি পর এবার আরো ৪ জনের ওপর হামলার ঘটনা ঘটল। এটা দুঃখজনক।

বিবৃতিতে আহত ও নিহত ব্লগারেদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি সন্ত্রাসের বিপক্ষে অবস্থানে সমর্থন ও সহযোগিতা থাকবে বলেও জানানো হয়।

দূতাবাস বলছে, মার্কিনিরা এই ধরনের বর্বরতার বিপক্ষে। তারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।