ভারত সফরে নৌবাহিনী প্রধান


প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ নভেম্বর ২০১৫

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব রোববার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে এ সফরে যান তিনি।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী নৌপ্রধানকে বিদায় জানান।

সফরকালে নৌপ্রধান ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ভারতের সেনা ও বিমানবাহিনী প্রধান এবং কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সফরের অংশ হিসেবে এম ফরিদ হাবিব ভারতীয় নৌবাহিনী জাহাজ পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। ভারত সফর শেষে আগামী ৭ নভেম্বর নৌপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

এসএ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।