রিয়াদের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০১ নভেম্বর ২০১৫

রাজধানীর মতিঝিলে ‘ঘরোয়া’ রেস্তোরাঁ কর্মী রিয়াদের হত্যাকারী সোহেলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ  দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঘরোয়া‘ রেস্তোরার মালিক সোহেলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, সারাদেশে শ্রমজীবী মানুষের উপর চলমান সহিংসতা বন্ধে বিদ্যমান অইনের যথাযথ প্রয়োগও নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ কর্মসূচি থেকে শ্রমজীবি মানুষের উপর সহিংসতা বন্ধে এই সংক্রান্ত একটি কঠোর আইন প্রণয়নের দাবিও জানান নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ ইনস্টিটউট অব লেবার স্টাডিজের (বিলস) যুগ্ম-মহাসচিব জাফরুল হাসান, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ।

এএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।