মামলা করবেন দীপনের বাবা


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০১ নভেম্বর ২০১৫

দুর্বৃত্তদের হাতে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন খুন হওয়া ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন তার বাবা আবুল কাসেম ফজলুল হক। রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীপনের মরদেহ গ্রহণের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ ঘটনায় আমি নিয়মানুযায়ী মামলা করবো, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি। গতকাল (শনিবার) বলেছিলাম বিচার চাই না। তবে ক্ষোভ থেকে বলিনি। আমার একটি বিচার বিবেচনা আছে, সে অনুযায়ী বলেছি। চেয়েছিলাম দেশের মানুষের সুবুদ্ধির জাগরণ হোক। বিচার দিয়ে আইন দিয়ে একজনকে শাস্তি দেয়া যেতে পারে তবে আমাদের জাতির উন্নয়ন দরকার।

গতকাল শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন জাগৃতি প্রকাশনার কর্ণধার ছিলেন।

এআর/জেডএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।