বিসিএস প্রথম ব্যাচের কর্মকর্তা আবুল কালাম মারা গেছেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৯ আগস্ট ২০২০

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রথম ব্যাচের (১৯৭৩) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালাম মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খন্দকার মো. আবুল কালামের এক বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে। চাকরি জীবনে তিনি সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন বোর্ডের প্রথম সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। জাতির পিতার সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলেন খন্দকার মো. আবুল কালাম।

তার ছেলে খন্দকার মু. মুশফিকুর রহমান প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে খন্দকার মো. আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।