বিএনপি নেতার ফ্ল্যাটে দেহ ব্যবসা, ৬ নারী-পুরুষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৯ আগস্ট ২০২০

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার একটি আবাসিক ভবন থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিক স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া।

গ্রেফতাররা হলেন- আক্তার হোসেন (৪৩), আবুল হোসেন (৬৩), মো. রাজু (২০), নাসরিন আক্তার (২৪), মিম চাকমা (২২) ও মুক্তা (২৮)।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে ডবলমুরিং থানার আজু শাহ মাজারের পাশে চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ওই ভবন মালিক জিয়াউর রহমান জিয়া নগরের ২৮ নম্বর পাঠানতলী ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট বাসায় অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। ওই বাড়ির মালিক জিয়াউর রহমান স্থানীয় বিএনপির নেতা। মুঠোফোনে তিনি পুলিশকে জানিয়েছেন, ওই বাসাটি তারা জনৈক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন। তবে এ ঘটনায় তিনি কিছু জানেন না।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় ওই বিএনপি নেতার ভূমিকা কী তা জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ।

আবু আজাদ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।