নাট্য আশীষ সম্মাননায় ভূষিত মোহাম্মদ বারী


প্রকাশিত: ০৬:১৭ এএম, ০১ নভেম্বর ২০১৫

অভিনেতা, নির্দেশক ও থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহান্মদ বারীকে ‘নাট্য আশীষ’ সম্মাননায় ভূষিত করেছে ভারতের উড়িষ্যা রাজ্যের রাউরকেলা আশীষ ফাউন্ডেশন।

বাংলাদেশ ও ভারতের নাট্য উন্নয়ন ও সেতুবন্ধনে অবদান রাখার জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

উড়িশ্যা রাজ্যের সংস্কৃতি বিভাগের সহায়তায় আশীষ ফাউন্ডেশন প্রতি বছর একজন নাট্যব্যক্তিত্বকে এই সম্মাননায় ভূষিত করে। রাউরকেলা সিভিক সেন্টারে আয়োজিত ৫ দিনব্যাপি নাট্যোৎসবে গেল ২৯ অক্টোবর মোহান্মদ বারীকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে গেল ২৬ অক্টোবর থেকে এই উৎসব শুরু হয়।

উৎসবে ২৯ অক্টোবর সন্ধায় মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের সাড়াজাগানো নাটক ‘কোর্টে মার্শাল’। এস এম সোলায়মান রুপান্তরিত ও নির্দেশিত এ নাটকে অভিনয় করেছেন মোহান্মদ বারী, সেলিম মাহবুব, আশরাফ কবীর, প্রশান্ত হালদার, চন্দন রেজা, মিল্লাত, স্বাধীন শাহ, ফউজিয়া করিম অনু, সাথী রঞ্জন দে, বিপ্লব, অলক ও মোকাদ্দম মোরশেদ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।