সৌদিতে আটকা পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৭ আগস্ট ২০২০
ফাইল ছবি

সৌদি আরবে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ৩১ আগস্ট রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

বিমান জানায়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নির্ধারিত লিংকে নিবন্ধন করতে পারবেন। এরপর নিবন্ধিত যাত্রীরা আসল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে বিমানের রিয়াদ অফিস থেকে টিকিট কিনতে পারবেন।

বিশেষ এ ফ্লাইটে বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ভাড়া দুই হাজার ১৫০ সৌদি রিয়াল।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এআর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।