দুর্নীতি : চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৭ আগস্ট ২০২০

চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের নগরের কোতোয়ালি থানায় সোপর্দ করে বলে জাগো নিউজকে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, উনাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত আমরা এখনও পাইনি। সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এই দুই কর্মকর্তাকে আমাদের হাতে সোপর্দ করে গেছেন। তারা মামলার প্রস্তুতি নিয়ে আসছেন বলে আমাদের জানিয়েছেন।

আবু আজাদ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।