র‌্যাব হেফাজতে মৃত্যুর অভিযোগ, আসকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৭ আগস্ট ২০২০

চট্টগ্রামে র‌্যাব হেফাজতে মো. আকরাম (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইন ২০১৯’র আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বুধবার (২৬ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠনটি।

আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘র‌্যাব দাবি করেছে, নিহত আকরাম একজন ছিনতাইকারী। ছিনতাই করতে গেলে সে গণপিটুনির শিকার হয় যার ফলশ্রুতিতে সে মৃত্যুবরণ করেছে। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, র‌্যাব হেফাজতে নিহতের ওপর শারীরিক নির্যাতন চালানোর কারণে তাঁর মৃত্যু ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে।’

আসক সরকারের কাছে এ ঘটনার বিচার, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছে।

আবু আজাদ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।