পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুলের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৬ আগস্ট ২০২০

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বেড়েছে।

গত ২৩ আগস্ট বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বাড়িয়ে বুধবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলি অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২২ আগস্ট সড়ক ও জনপথ অধিদফতরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল আলমকে চুক্তিতে ২ বছরের জন্য পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়োগ দেয়া হয়। পরে আরও দুই দফা তার চুক্তির মেয়াদ বাড়ে। সেই মেয়াদ গত ২২ আগস্ট শেষ হয়।

আরএমএম/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।