জড়িতদের খুঁজে বের করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জাগৃতি প্রকাশনীর প্রকাশক-কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে।

তিনি বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তার কাছে বিষয়টি জানতে চান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শনিবার তার ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, ‘আগেও যারা এসব ঘটনা ঘটিয়েছেন, আমরা তার মধ্যে বেশির ভাগ আসামিকে শনাক্ত আমরা করতে পেরেছি। এ ছাড়া যারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করা হবে। দু-এক দিনের মধ্যে আমি এ বিষয়ে অগ্রগতি জানাতে পারব।’

আহমেদুর রশীদের সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে মন্ত্রী বলেন, ‘অভিজিৎ মারা যাওয়ার পরই আহমেদুর জিডি করেছিলেন। আমরা সে অনুযায়ী তাকে নিরাপত্তাও দিয়েছি। পুলিশ তাঁদের বাসায়ও গেছে।’

নিরাপত্তাবাহিনী এসব ঘটনা প্রতিরোধ করতে পারছেন না কেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে বলেছে আমরা পারছি না, আমরা অধিকাংশ সন্দেহভাজনকে আটক করেছি। তবে কেন হঠাৎ করে জঙ্গি মাথাচাড়া দিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। সরকার সঠিকভাবে সব মোকাবেলা করছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি কারওরই উচিত না ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া। ব্লগারদের আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন সংযতভাবে লেখে।’

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মার্কেটের তৃতীয় তলার ১৩২ নম্বর দোকান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, শনিবার দুপুর সোয়া ৩টায় রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে এর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের উপর হামলা চালাল দুর্বৃত্তরা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন