রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৫ আগস্ট ২০২০

রাজধানীর তেজগাঁও থানার বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাইদুল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সাইদুলের সহকর্মী মোতালেব হোসেন জানান, তারা বেগুনবাড়ি এলাকায় থাকেন। পিকআপ ভ্যানের হেলপার ছিলেন সাইদুল। তারা দুজন সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বেগুনবাড়ি ফ্লাইওভার ঢালে পেছন থেকে আসা একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইদুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢামেক হাসপাতাল পুলিশের ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সাইদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।