অবৈধ টোল : ডেমরায় একজনকে কারাদণ্ড
ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অবৈধ টোল আদায়ের অপরাধে জয়নাল আবেদিন নামে একজনকে সাজা ও স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণের দায়ে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান জয়নাল আবেদিন নামের সেই অবৈধ টোল আদায়কারীকে ৭ দিনের কারাদণ্ড দেন।
ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ডে কিছু অসৎ ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে টোল আদায় করছে, এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে অভিযানে গেলে অভিযোগের সত্যতা খুঁজে পায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে অবৈধভাবে ৫০ টাকা হারে টোল আদায় করার চিত্র দেখতে পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান অবৈধ টোল আদায়কারীকে হাতেনাতে পাকড়াও করেন এবং 'পেনাল কোড, ১৮৬০' এর ১৮৮ নম্বর ধারা ভঙ্গনের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় টেম্পু স্ট্যান্ড সংলগ্ন সিটি কর্পোরেশনের জায়গায় বাঁশ দিয়ে অবৈধভাবে নির্মিত দুটি দোকান পরিচালনাকারীকে ৩ হাজার টাকা জরিমানা করে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৭ ধারা লঙ্ঘনের অভিযোগে উক্ত জরিমানা আদায় করা হয়।
এএস/এনএফ/এমএস