মানববন্ধনে হামলা, মোস্তাফিজের এমপি পদ বাতিলের দাবি
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এমপি পদ বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রেস ক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এ সময় ওই সংসদের কুশপুত্তলিকা দাহ করে নিন্দা ও ক্ষোভ জানানো হয়।
সমাবেশে কেন্দ্রীয় যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে রক্ত দিয়েছেন মৌলভী সৈয়দ। আজ তার পরিবারের উপর হামলা করছে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ তার পেটোয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালায়। এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘৃণ্য কাজের নির্দেশদাতার সংসদ সদস্য পদ বাতিলে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মু্ক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ বলেন, ‘প্রেস ক্লাবের মতো জায়গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনা অকল্পনীয়। একজন এমপির কীভাবে সাহস হয় মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা করার? সব মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, এই এমপির সদস্য পদ বাতিল করে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক।’
মুক্তিযোদ্ধা সন্তান সাংসদের সভাপতি ও সাবেকমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সন্তান জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে মৌলভী সৈয়দ আহমদ এবং সুলতানুল কবির চৌধুরীরা আওয়ামী লীগকে শক্ত ভিত্তি না দিলে আপনি মোস্তাফিজ এমপি হতে পারতেন না। আজকে সুলতানুল কবির চৌধুরী নেই বলেই আপনি জননেতা বনে গেছেন। মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার জবাব আপনাকে দিতে হবে।’
সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ‘মুক্তিযোদ্ধাদের উপর হামলার ঘটনায় নেতৃত্ব দেয়ার দায়ে এমপি মোস্তাফিজের সংসদ সদস্য পদ বিলুপ্তির দাবিতে আমরা সমর্থন জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) আবদুর রাজ্জাক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মৌলভী সৈয়দের ভাতিজা জয়নাল আবেদিন, বাঁশখালী উপজেল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ফয়সাল জামিল চৌধুরী সাকি প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহনগর ও জেলার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলার নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহনগর যুবলীগ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এবং ওমরগনি এমইস কলেজ ছাত্রলীগ নেতারা।
আবু আজাদ/এএইচ/এমএস