ব্লগারদের নিরাপত্তা চাইলেন ব্রিটিশ হাই কমিশনার
ব্লগারদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার রবাট গিবসন। শনিবার রাতে দেয়া এক বার্তা্য় তিনি বলেন, আবারও ব্লগারদের ওপর হামলা। কোন পরিস্থিতিতে হামলা মেনে নেয়া যায়না। জরুরি হয়ে গেছে মুক্তমনাদের নিরাপত্তা দেয়ার বিষয়টি।
উল্লেখ্য, শনিবার বিকেল আড়ায়টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সি-ব্লকে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন গুরুতর যখম হয়। এছাড়া সন্ধ্যায় শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এসএ/এএইচ/আরআইপি