করোনায় ঢামেকের নার্সিং সুপারভাইজার শাহিদার মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৪ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহিদা আক্তার (৫৬) এর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি মারা যান।

স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি (শাহিদা) ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

মরহুম শাহিদা আক্তার ১৯৮৩ সালের ব্যাচ এবং ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি দুই মেয়ে এক ছেলের জননী।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।