ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৪

জামায়াতে ইসলামের ডাকা বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

 

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন রয়েছে যাতে কোথাও কোনো নাশকতার ঘটনা না ঘটতে পারে।

 

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখা এবং নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর রায়ের প্রতিবাদে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার হরতাল আহবান করেছে দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।