পুরস্কার ফেরত দিবেন না বিদ্যা বালান
ভারতে সম্প্রতি যুক্তিবাদী লেখক খুন ও সরকারদলীয় সাংসদদের দ্বারা সাম্প্রদায়িক উস্কানি বৃদ্ধির প্রতিবাদে চলছে পুরস্কার ফিরিয়ে দেয়ার হিড়িক।
ইতোমধ্যেই বেশ কয়েকজন লেখক ও অভিনেতা-অভিনেত্রী তাদের পুরস্কার ফেরত পাঠিয়েছেন। তবে ডার্টি পিকচার দিয়ে পর্দা কাঁপানো জাতীয় পুরস্কার প্রাপ্ত বিদ্যা বালান তার পুরস্কার দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে বিদ্যা জানান, ‘আমি কখনোই এই পুরস্কার ফেরত দিবো না। পুরস্কার আমাকে দেশ দিয়েছে দেশের সরকার দেয়নি। তাই সরকারকে পুরস্কার ফেরত দেয়ার কোনো মানেই হয়না।’
২০১২ সালে সিল্ক স্মিতার জীবনী নিয়ে বানানো ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে এই জাতীয় পুরস্কার লাভ করেন বিদ্যা বালান।
আরএএইচ/এলএ