ক্রাইম সিন সংগ্রহে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তের হামলায় প্রকাশকসহ তিনজন আহত হওয়ার পর ক্রাইম সিন সংগ্রহ করতে ঘটনাস্থল পরিদর্শনে গেছে সিআইডি ও পিবিআই।

শনিবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক মুস্তাফিজুর ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশনের (পিবিআই) পরিদর্শক মুশফিকুর রহমানসহ মোট জন ১২ জন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেখান থেকে একটি তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া খুনের আলামত, হাতের ছাপও সংগ্রহ করে তারা।

মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আলামত সংগ্রহ করতে এসেছি। আলামত সংগ্রহ শেষ হলেই চলে যাবো।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।