ধর্ম সচিব নূরুল ইসলাম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৩ আগস্ট ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের রোববার (২৩ আগস্ট) সকালে জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্যার (নূরুল ইসলাম) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন, তেমন কোনো জটিলতা নেই।’

নূরুল ইসলামের এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান একান্ত সচিব।

বাংলাদেশে করোনা পরিস্থিতি

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনিবার (২২ আগস্ট) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন। মারা গেছেন মোট তিন হাজার ৯০৭ জন

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে।

আরএমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।