বিপিএলে চট্টগ্রামের মিডিয়া অ্যাম্বাসেডর চ্যানেল আই
আর মাত্র কয়েক দিন। তারপরই জমে উঠবে ব্যাটে বলে জমে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র তৃতীয় আসরে জমজমাট লড়াই। এবারের বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবে চিটাগং ভাইকিংস।
এই দলটির মিডিয়া অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আই। এ উপলক্ষে শনিবার চ্যানেল আই ভবনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ‘চাটগাইয়া পোয়া মাটিত পড়লে লোয়া’ এমন একটা কথা প্রচলিত রয়েছে। এ কথাকে ধরেই বিপিএলে দল গঠন করেছে চিটাগাং ভাইকিংস।
দলটির সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। এ প্রতিষ্ঠানের সঙ্গে চ্যানেল আই প্রেজেন্টস চিটাগাং ভাইকিংস হিসেবে প্রতিটি খেলাসহ সবধরনের প্রচারণায় থাকবে চ্যানেল আই। এ প্রসঙ্গে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেন, ‘ঐতিহ্যবাহী চিটাগংয়ের ক্রিকেট নিয়ে এবার আমরা হাজির হয়েছি বিপিএলে। আমরা সঙ্গে পেয়েছি চ্যানেল আইকে। ডিবিএল ও চ্যানেল আই পরিবারের দল হবে চিটাগাং ভাইকিংস।’
ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল রহিম বলেন, ‘মাঠে পুরো টুর্নামেন্ট আমরা এনজয় করব। সমানে আমরা ভাইকিংসের জার্সি উন্মোচনসহ ফেসবুক ক্যাম্পেইনও করব।’
চট্টগ্রাম ভাইকিংসের টিম উপদেষ্টা সাবেক ক্রিকেটার আকরাম খান বলেন, ‘এবার লটারীর মাধ্যমে দল নির্বাচন করা হয়েছে। আমরা একটা ব্যালেন্সড দল পেয়েছি।’
ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘খেলাধুলার সঙ্গে সব সময়ই ছিল চ্যানেল আই। এবার বিপিএলে চিটাগাং ভাইকিংসের সঙ্গে যুক্ত হয়ে সারা বিশ্বে পৌঁছে যাবে চ্যানেল আই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, পরিচালক হাসান ইমাম, এলআরবির আইয়ূব বাচ্চু, মাত্রার সত্ত্বাধিকারী সানাউল আরেফিন প্রমুখ।
এলএ/আরআইপি