কৃষির অগ্রগতির জন্য নেয়া হয়েছে সব ব্যবস্থা


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ৩১ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

দেশের কৃষি অগ্রগতির জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শনিবার সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপি গবেষণা পর্যবেক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে খাদ্য ঘাটতি রেখে পূর্ববর্তী সরকারের উদ্দেশ্য ছিল বিদেশি সাহায্য পাওয়া নিশ্চিত করা। বর্তমান সরকার সে অবস্থান থেকে সরে এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার সংসদ সদস্য আব্দুল মান্নান। সম্মানিত অতিথি ছিলেন এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন।

কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মৎস জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. রফিকুউজ্জামান। পরে এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন প্রবন্ধের ওপর আলোচনা করেন। বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষক ও গবেষক অংশ নেন।
                        
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।