করোনা : এমপি ফজলে করিম চৌধুরীর অবস্থার অবনতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৯ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতির সোমবার (১৭ আগস্ট) করোনার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন এমপি’র ছেলে ফারাজ করিম চৌধুরী। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

এমপি’র ছেলে ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাবা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার করোনার চিকিৎসা শুরু হতে যাচ্ছে। তিনি সবাfর কাছে দোয়া চেয়েছেন। করোনা ভয়াবহ কোনো রোগ না হলেও বাবার হার্টে ব্লক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় এবং বয়সের কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ইচ্ছা করলে নিশ্চয়ই আমার বাবার তেমন কিছু হবে না এবং তিনি আবারো আমাদের সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’

সর্দি-জ্বর থাকায় গত সোমবার (১৭ আগস্ট) সকালে করোনা পরীক্ষা জন্য নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। ওই দিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এইচএস/আবু আজাদ/এসএইচএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।