বিদেশিদের ওপর হামলার তথ্য জানতো ৫ দেশের গোয়েন্দা


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ৩১ অক্টোবর ২০১৫

সম্প্রতি বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর হামলার তথ্য আগেই জানতে পেরেছিল পাঁচ দেশের গোয়েন্দা সংস্থা। এ দেশগুলো হল অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

নিউইয়র্ক টাইমস জানায়, গোয়েন্দাদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করেই ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা দেয়। এছাড়া বাংলাদেশ সফরে সতর্কতা হালনাগাদ করে অস্ট্রেলিয়া। তবে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তারা সতর্ক করলেও তা গুরুত্বের সঙ্গে নেয়নি বাংলাদেশ।

‘বাংলাদেশ পুশেস ব্যাক অ্যাজ ওয়ার্নিংস অব আইএসআইএস এক্সপ্যানসন গ্যাদার স্টিম’ শীর্ষক ওই প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সংযোগহীনতা বিভ্রান্ত করেছে বাংলাদেশি ও বিদেশিদের।

মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে জানান, ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ডে তৎপরতা বৃদ্ধি করার প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য তাদের কাছে আছে। এর কয়েক দিন পর ধারাবাহিক হামলার ঘটনা ঘটে। এতে ওই সতর্কবার্তার সত্যতা মেলে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।