জুলাইয়ে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর আয় ৬৯০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৮ আগস্ট ২০২০

করোনা সংক্রমণের মধ্যেও দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো জুলাই মাসে ৬৮৯ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ১৬৭ টাকার রাজস্ব আদায় করেছে। যা জুন মাসে আদায় করা রাজস্ব আয়ের চেয়ে প্রায় ১৬০ কোটি টাকা বেশি।

জুন মাসে সাব-রেজিস্ট্রি অফিসগুলো রাজস্ব আদায় হয়েছিল ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকা। নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক আইন ও বিচার বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানান।

মঙ্গলবার (১৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত জুলাই মাসে জেলাভিত্তিক সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে-ঢাকা জেলা ১৭৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকা, চট্টগ্রাম ৪৯ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকা, নারায়ণগঞ্জ ৩৯ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা, গাজীপুর ৩৫ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা, কুমিল্লা ২৩ কোটি ৯১ লাখ ৭৯ হাজার টাকা ও ময়মনসিংহ জেলা ২০ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।

অন্যদিকে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দুই লাখ ৭১ হাজার ৬৫৭টি দলিল রেজিস্ট্রি করেছে, যা জুন মাসে রেজিস্ট্রি করা দলিলের চেয়ে ২৩ হাজার ৮৭৭টি বেশি। জুন মাসে দুই লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি হয়।

মহাপরিদর্শক জানান, জুলাই মাসে নিবন্ধন অধিদফতরের অধীন জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দায়িত্ব পালনকালে ৫০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিলেন যাদের অধিকাংশই বর্তমানে সুস্থ হয়েছেন।

করোনা পরিস্থিতির মধ্যেও নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রেখেছে বলেও চিঠিতে উল্লেখ করেন মহাপরিদর্শক।

আরএমএম/এমইউএইচ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।