বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে রাষ্ট্রপ্রধানদের চিঠি দেয়া হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৮ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় দণ্ডপ্রাপ্ত খুনিরা যেসব দেশে পলাতক রয়েছে, সেসব দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি দেবেন মুক্তিযোদ্ধার সন্তানরা। এই খুনিদের ফিরিয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হবে।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামানের পরিচালনায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার এক অনলাইন আলোচনায় এ কথা জানানো হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করতে অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়ে নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া গংরা সম্পৃক্ত। এটা এখন প্রমাণিত।

নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ফলে তারা রাজনৈতিক স্রোতের সাথে মিশে গিয়ে রাজনীতিকে কলুষিত করছে। এরাই পরে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদদ দেয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দেশে একের পর এক নাশকতা চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। অতএব এ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের মেয়ে ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, শফিউল বারী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল, আহমাদ রাসেল, আজহারুল ইসলাম অপু, ইঞ্জিনিয়ার এনামুল হক মনির, সৈয়দ দিদারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা আমুস'র উপদেষ্টা কৃষিবিদ দেবাশীষ সাহা, সিলেট মহানগরের সভাপতি মো. আতাউর রহমান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল বাশার জুয়েল।

এইচএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।