মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ
মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম জাকিয়া তাবাসসুম। এ সময় সংসদ ও পিডব্লিউডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব এমপিরাই সেখানে গাছের চারা রোপণ করবে বলে জানা গেছে।
মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্যরা সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এইচএস/এফআর