জাতীয় দলে ডাক পেলেন রাব্বি


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বরিশালের প্রতিভাবান ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বি। দীর্ঘ আট বছর অপেক্ষার পর জাতীয় দলে ডাক পাওয়ায় স্বপ্ন পূরণ হতে চলছে রাব্বি ও তার পরিবারের। ছেলে জাতীয় দলে ডাক পাওয়ায় আনন্দে মাতোয়ারা তার বাবা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম খান এবং মা সালমা বেগম।

বুধবার সন্ধ্যায় জাতীয় দলে ডাক পাওয়ার খবরে আনন্দে আত্মহারা রাব্বির প্রতিবেশিরাও।

রাব্বির বাবা পুলিশের এসআই সেলিম খান জানান, ১৯৯১ সালের ১০ ডিসেম্বর রাব্বির জন্ম। দুই ছেলে আর এক মেয়ের মধ্যে রাব্বি সবার ছোট। রাব্বির দাদা বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘটকের অদুয়া গ্রামে হলেও তার শৈশব কেটেছে বরিশাল শহরে। দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মহানগর পুলিশে চাকরি করেছেন।

বরিশাল নগরীর নুরিয়া স্কুল সংলগ্ন ওসমান খান সড়কে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন রাব্বির পরিবার। প্রতিভাবান রাব্বি বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে এসএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন।

রাব্বির মা সালমা বেগম জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটে অসম্ভব ঝোঁক ছিল তার ছোট ছেলের। স্কুলভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে ভাল খেলে সবার নজর কাড়ে রাব্বি। বিশেষ করে ২০০৭ সাল থেকে সে নিয়মিত ক্রিকেট খেলার প্রতি মনোযোগ দিতে থাকে। সেই থেকেই তার পরিবারের স্বপ্ন ছিল একদিন রাব্বি জাতীয় দলে ডাক পাবে, মাঠে ভাল খেলে সুনাম বয়ে আনবে বরিশাল তথা সারা বাংলাদেশের। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলছে তার পরিবারের।

পারিবারিক সূত্রে জানা যায়, বরিশাল বিভাগীয় দলের নিয়মিত খেলোয়ার রাব্বি। প্রথম বিপিএল টুর্নামেন্টে রাব্বি বরিশাল বার্নার্স দলের খেলোয়ার ছিলেন। পাশাপাশি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে খেলেছে রাব্বি। বাংলাদেশ `এ` দলের হয়ে ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা সফর করছে।

২৪ বছর বয়সী এই তরুণকে ঘরের মাঠে আগামী ২ নভেম্বর থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে খেলার জন্য ডাকা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ দলের ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ঘোষণা করা হয়েছে। ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রাব্বির সুযোগ হলে দীর্ঘ আট বছরের লালিত স্বপ্ন পূরণ হবে তার পরিবারের।

সাইফ আমীন/এআরএ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।