রুনা হত্যাকারীদের বিচার দাবি কমিউনিস্ট পার্টির


প্রকাশিত: ১২:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

রাজধানীর মতিঝিলে বখাটেদের মটরসাইকেলে চাপায় নিহত রুনা আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবারে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের নারী শাখা আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।   

সমাবেশে বক্তারা বলেন, ১৬ অক্টোবর সন্ধ্যায় বখাটেদের মটরসাইকেলের চাপায় নিহত হন রুনা আক্তার। মটরসাইকেলে ওড়না পেঁচিয়ে দীর্ঘপথ টেনে হিঁচড়ে নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ নির্মম ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব করছে সংশ্লিষ্ঠরা।

সংগঠনের নারী নেত্রী রাশেদা কুদ্দুস রানুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, জলি তালুকদার, লিটন নন্দী, লাইলী আক্তার, আনিন্দা সাহা তুতুল প্রমুখ।

এএস/এএইচ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।