ঢাবি ভর্তি পরীক্ষা : জালিয়াতির অভিযোগে কারাদণ্ড


প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩০ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে হাকিবুল হাসান সামু নামের এক পরীক্ষার্থীকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সামু জানায়, ডিভাইসটি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার (ইউসিসি) ’র এক শিক্ষককের কাছ থেকে সে পায়।

সামু আরো জানায়, ডিভাইসটির জন্য সে ওই শিক্ষককে পাঁচ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয় ।  তবে ১০ হাজার টাকা দিয়ে তার কাছে ডিভাইসটি প্রদান করেন ওই শিক্ষক। বাকি টাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রদান করার চুক্তি হয়। এটি একমুখী ডিভাইস যার মাধ্যমে শুধু শোনা যাবে কিছু বলা যাবে না।

জিজ্ঞাসাবাদে জালিয়াতির অভিযোগ স্বীকার করায় হাকিবুল হাসান সামুকে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি মাহমুদ পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ র ৯(খ) ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এমইউ/এসকেডি/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।