বিএনপি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ময়দানে আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল ১০টায় নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বেগমগঞ্জ-ফেনী সড়কটি বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্লার নামকরণ করণের ফলক উন্মোচনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, শমসের মবিন চৌধুরীর দল থেকে পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশব্যাঞ্জক বহিপ্রকাশ। এসব ক্ষেত্রেও তারা ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়েছে। তাই এখন আর কোনো কূল কিনারা না পেয়ে তাদের দল থেকে শীর্ষ রাজনৈতিকরা পদত্যাগের মাধ্যমে বিএনপি থেকে সরে যাচ্ছেন। শমসের মবিন চৌধুরীর পদত্যাগ তারই একটি সূচনা।
তিনি আরও বলেন, এর আগে বিএনপির প্রথম সারির নেতা হয়েও নাজমুল হুদা বিএনপিতে থাকতে পারেননি। এসময় তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নীতকরণসহ সোনাপুর-জোড়ালগঞ্জ সড়কটির কাজ অতিদ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। যানজট নিরসনে বেগমগঞ্জে একটি ফ্লাইওভার নির্মাণ এবং নোয়াখালী খাল সংস্কার করা হবে বলে ঘোষণা দেন। এছাড়া গ্রামীণ রাস্তাগুলো তার মন্ত্রণালয়ের অধীন না হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দ্রুত মেরামতের উদ্যোগ নিতে বলেন। এতে তার সহযোগিতা প্রয়োজন হলে তিন তা করবেন বলেও জানান।
পরে মন্ত্রী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান হিসেবে যোগদান করেন। এসময় তিনি জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সচিব ও রেক্টর সোহরাব হোসাইন, সাবেক সচিব ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ হানিফ, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মাহে আলম, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সাংগঠনিক সম্পাদক ও রহমান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনিসহ অনেকে।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি,এইচ,এস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর হোসেন।
মিজানুর রহমান/এমজেড/এমজেড