বাংলাদেশ ও ভারতে ভূকম্পন অনুভূত


প্রকাশিত: ০৬:২৩ এএম, ৩০ অক্টোবর ২০১৫

বাংলাদেশ ও ভারতের বেশ কায়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টার দিকে  ৪.৮ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের (ইউএসজিএস) তথ্য থেকে জানা গেছে।

জানা যায়, বাংলাদেশের সিলেট এবং ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় এ ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা থেকে ২৪১ কিলোমিটার উত্তর-পূর্বে আসাম রাজ্যের করিমগঞ্জের হাইলাকান্দিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এবং স্থায়িত্ব ছিল প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।