নীলফামারীতে ডলার চক্রের সংঘর্ষে ৪ জন আহত
নীলফামারীর কিশোরগঞ্জে ডলার প্রতারক চক্রের প্রতারণার টাকা ভাগাভাগি নিয়ে ওই চক্রের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কামারপাড়া গ্রামের এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, হাফেজুল ইসলাম ওরফে ডলার হাফে (৪০), গোলাম কিবরিয়া (৩৩), ফরিদুল ইসলাম (৪৩) ও কামরুজ্জামান ওরফে ছোড়া মিলন (৪২)। আহতদের মধ্যে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান ওরফে ছোড়া মিলনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আহতদের অন্যান্য সঙ্গীরা নীলফামারীর কোনো উপজেলার হাসপাতালে না নিয়ে রংপুরের তারাগঞ্জে উপজেলা হয়ে রংপুরে নিয়ে গিয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ২৩ অক্টোবর এ ডলার চক্রটির এক গ্রুপের হোতা হাফেজুল ইসলাম ওরফে ডলার হাফে ও অপর গ্রুপের হোতা কামরুজ্জামান ওরফে ছোড়া মিলন দুইজনসহ অন্যান্য সঙ্গীরা টাঙ্গাইল জেলার দুই কাপড় ব্যবসায়ীকে ডলার প্রতারণার ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। উক্ত টাকা জমা থাকে হাফেজুল ইসলাম ওরফে ডলার হাফের কাছে। বৃহস্পতিবার বিকেলে টাকা ভাগাভাগির জন্য কামরুজ্জামান ওরফে ছোড়া মিলন রংপুর জেলরে তারাগঞ্জ থেকে চারটি মোটরসাইকেলে দলবল নিয়ে ওই প্রতারণার টাকা নিতে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কামারপাড়া গ্রামের হাফেজুল ইসলাম ওরফে ডলার হাফের বাড়িতে আসেন।
প্রতারণার পাঁচ লাখ টাকা ভাগাভাগিতে কম বেশি হলে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা ও পরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় পার্শ্ববর্তী বিষু চন্দ্র (৪০) ও বিনোদ চন্দ্র (৩২) বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। এসময় সংঘর্ষে চারজন আহত হন। আহতদের লোকজন তাৎক্ষণিকভাবে রংপুরে সরিয়ে নেন।
চাঁনখানা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে ডলার চক্রকে আটক করতে ঘটনাস্থলে ছুটে গেলে তারা আগেই পালিয়ে যান।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভাকরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানান, ঘটনাটি চাঁনখানা ইউপি চেয়ারম্যান অবগত করেছেন। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহেদুল ইসলাম/এমজেড/আরআইপি