আজকের এইদিনে : ৩০ অক্টোবর


প্রকাশিত: ০২:২৮ এএম, ৩০ অক্টোবর ২০১৫

১৭৩৫  খ্রিস্টাব্দের এইদিনে  মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন এডাম্স-এর জন্ম।

১৮৩৪ খ্রিস্টাব্দের এইদিনে  ব্রিটিশ আলোকচিত্রশিল্পী স্যামুয়েল বোর্ন-এর জন্ম।

১৮৫৩ খ্রিস্টাব্দের এইদিনে  ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রমথনাথ মিত্র-এর জন্ম।

১৮৮৭ খ্রিস্টাব্দের এইদিনে শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স্ এর প্রবর্তক সুকুমার রায়-এর জন্ম।

১৯০১ খ্রিস্টাব্দের এইদিনে বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত- এর জন্ম।

১৯২৬ খ্রিস্টাব্দের এইদিনে  তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রফিকউদ্দিন আহমদ-এর জন্ম।

১৯৬০ খ্রিস্টাব্দের এইদিনে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনার জন্ম।

১৯৮৫ খ্রিস্টাব্দের এইদিনে বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যু।

২০০৩ খ্রিস্টাব্দের এইদিনে মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

এইচআর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।