চলতি বছরেই শেষ হবে ইউটার্নের কাজ : আতিকুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১১ আগস্ট ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত দশটি ইউটার্নের কাজ সম্পন্ন হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বিমানবন্দর রোডের কাওলা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত ইউটার্ন নির্মাণকাজ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

jagonews24

আতিকুল বলেন, ‘এ কাজের পরিকল্পনা নেয়া হয়েছিল ২০১৬ সালে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরা থেকে তেজগাঁও নাবিস্কো যেতে এখন যে সময় লাগে তার শতকরা ৭০ ভাগ সময় কমে যাবে। এ কাজটি শেষ করতে পারলে মানুষ উপকৃত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।